প্রকাশিত: Fri, Jun 16, 2023 10:46 PM আপডেট: Tue, May 13, 2025 1:18 PM
সরকারের হাত থেকে সাংবাদিকরাও রেহাই পাচ্ছে না: মির্জা ফখরুল
রিয়াদ হাসান: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, স্বৈরাচার সরকারের হাতে দেশের মানুষের জান-মালের কোনো নিরাপত্তা নেই। তাদের হাত থেকে নারী-পুরুষসহ কেউই রক্ষা পাচ্ছে না। রেহাই পাচ্ছে না গণমাধ্যমের সাংবাদিকরাও। মানুষের জীবন এখন চরম নিরাপত্তাহীন।
শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে জামালপুর জেলার একাত্তর টিভি, দৈনিক মানবজমিন, বাংলানিউজ২৪.কমের সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম হত্যার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে এসব কথা বলেন তিনি।
বর্তমান সরকারের আমলে অর্ধশতাধিক সাংবাদিক হত্যাকাণ্ডের শিকার হয়েছেন জানিয়ে মির্জা ফখরুল বলেন, ক্ষমতাসীন দলের নেতাকর্মীদের সমালোচনা করলে, তাদের দুর্নীতির খবর প্রকাশ করলেই নেমে আসে সহিংস আক্রমণ। এই সরকারের আমলে অর্ধশতাধিক সাংবাদিক হত্যাকাণ্ডের শিকার এবং অসংখ্য সাংবাদিক মামলা-হামলার শিকার হয়েছেন। এক যুগেও সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যার বিচার হয়নি।
এছাড়াও অসংখ্য সাংবাদিক হত্যা ও নির্যাতনের বিচার না হওয়ায় একের পর এক হত্যাকাণ্ডের ঘটনা ঘটে চলেছে উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, দেশে গণতন্ত্র ও আইনের শাসন থাকলে এই ধরণের ঘটনার পুনরাবৃত্তি ঘটতো না। দুর্নীতি ও দুঃশাসনের কবলে গোটা দেশই এখন দুর্বিষহ কারাগারে পরিণত হয়েছে। দেশের মানুষ এখন একদলীয় কর্তৃত্ববাদী শাসনে বন্দী। এই সরকারের নির্মম নিষ্পেষণ থেকে রক্ষা পেতে মানুষকে ঐক্যবদ্ধভাবে রাজপথে নেমে আসা ছাড়া কোনো বিকল্প নেই।
শোক প্রকাশ করে মির্জা ফখরুল বলেন, আমি সন্ত্রাসী হামলায় নিহত সাংবাদিক নাদিমের রুহের মাগফেরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। একই সঙ্গে তার হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি।
উল্লেখ্য, সাংবাদিক সাংবাদিক নাদিম গত ১৪ জুন দিবাগত রাত ১০টায় পেশাগত কাজ শেষে বাড়ি ফেরার পথে বকশীগঞ্জ উপজেলার পাথাটিয়া এলাকায় ক্ষমতাসীন দলের সন্ত্রাসীদের হামলায় গুরুতর আহত হন।
পরে বৃহস্পতিবার বেলা পৌনে ৩টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। সম্পাদনা: তারিক আল বান্না
আরও সংবাদ
[১]মানুষ প্রতিটি হত্যার নিরপেক্ষ তদন্ত ও বিচার চায়: জি এম কাদের [২]ছাত্রদের ৯ দফায় সমর্থন
[১]শিক্ষার্থীদের সঙ্গে সংঘাত এড়াতে নিজেদের কর্মসূচি বাতিল করেছি: ওবায়দুল কাদের
[১]শিক্ষার্থী বনাম সরকার গেইম খেলে ফায়দা লুটতে চায় একটি মহল: ওবায়দুল কাদের
[১]নির্যাতন যত বাড়বে, গণপ্রতিরোধ ততোই দুর্বার হবে: মির্জা ফখরুল
[১]শোকাবহ আগস্টের প্রথম দিন আওয়ামী লীগের মাসব্যাপী কর্মসূচি
[১]জামায়াত নিষিদ্ধ নিয়ে মির্জা ফখরুল বললেন, স্বৈরাচার সরকাররা এ ধরনের সিদ্ধান্ত নেয়

[১]মানুষ প্রতিটি হত্যার নিরপেক্ষ তদন্ত ও বিচার চায়: জি এম কাদের [২]ছাত্রদের ৯ দফায় সমর্থন

[১]শিক্ষার্থীদের সঙ্গে সংঘাত এড়াতে নিজেদের কর্মসূচি বাতিল করেছি: ওবায়দুল কাদের

[১]শিক্ষার্থী বনাম সরকার গেইম খেলে ফায়দা লুটতে চায় একটি মহল: ওবায়দুল কাদের

[১]নির্যাতন যত বাড়বে, গণপ্রতিরোধ ততোই দুর্বার হবে: মির্জা ফখরুল

[১]শোকাবহ আগস্টের প্রথম দিন আওয়ামী লীগের মাসব্যাপী কর্মসূচি
